শিরোনাম
সুনামগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আজ রানীগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীরে রানীগঞ্জ বাজারে পাক হানাদার বাহিনী গণহত্যা চালায়। এ সময় শতাধিক মানুষকে তারা হত্যা করে। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় পুরো রানীগঞ্জ বাজার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩১ আগস্ট শ্রীরামসি গণহত্যার পরদিন ১ সেপ্টেম্বর রানীগঞ্জ বাজারে গণহত্যা সংঘটিত হয়। ইতিহাসের বর্বর এই নারকীয় তাণ্ডবে শতাধিক লোক প্রাণ হারালেও মাত্র ৩৪ জনের নাম পরিচয় পাওয়া যায়। বর্বরোচিত এ হত্যাকাণ্ড এখনো কাঁদায় রানীগঞ্জবাসীকে।
জানা যায়, ১৯৭১ এর আজকের দিনে এ গণহত্যার শিকার হন রানীগঞ্জের অনেক ব্যবসায়ী, বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা, বড় বড় নৌকার মাঝিসহ স্থানীয় অনেকে।
পরে ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবু খালেদ চৌধুরীর প্রচেষ্টায় ৩৪ জন শহীদের নাম ও ৩ জন আহতের নাম লিপিবদ্ধ করা হয়।
২০১০ সালে এলাকাবাসীর প্রস্তাবে শ্রীরামসি ও রানীগঞ্জ গণহত্যার স্মৃতিসৌধে প্রশাসনিকভাবে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সময় থেকে রানীগঞ্জ গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়ে আসছে।