শিরোনাম
লক্ষ্মীপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে কমলনগর উপজেলা বিএনপির উদ্যোগে হাজিরহাট বাজার থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ আরো অনেকে। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী অংশ নেয়।