বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ১৯:০৬

কুমিল্লায় মা-মেয়ে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ আটক

ছবি: বাসস

কুমিল্লা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : কুমিল্লা সদর দক্ষিণে এক নারী ও তার মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রামনগর গ্রামে মৃত আবু তাহের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)। আটকরা হলেন, লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তার মা ও বোনকে একাধিক বার মারধর করেছেন। তারা বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকির ভয়ে কেউ এগিয়ে আসেনি।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে বিকেল পৌনে ৪ টায় ঘটনাস্থলে পৌঁছি। ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগাম কিছুই বলা যাচ্ছে না।