বাসস
  ৩০ আগস্ট ২০২৫, ১৯:৫২

নরসিংদীতে কারাগার থেকে পলাতক আসামী গ্রেফতার

নরসিংদী, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার পলাশ উপজেলায় আজ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক শাওন মিয়া (৩২)  নামের এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শনিবার সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল খালিশকারটেক এলাকা থেকে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. জুয়েল রানা।

গ্রেপ্তারকৃত আসামী শাওন মিয়া নরসিংদীর পলাশ উপজেলার খালিশকারটেক এলাকার নাহিদ ওরফে নাহিদ ড্রাইভারের ছেলে।

র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, নরসিংদী জেলার পলাশ থানার  মাদক মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আসামী শাওন মিয়া কারাবন্দী ছিল। গতবছরের ৬ আগস্ট তারিখে সে কারাগার থেকে পলায়ন করে আত্নগোপনে ছিল। পরবর্তীতে  গাজীপুরের কোনাবাড়ী থানায় দায়েরকৃত জেল পলাতক মামলার এজাহারভুক্ত ১৯৪ নম্বর আসামি শাওন মিয়া। এছাড়া তার নামে হত্যা ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদীর পলাশের খালিশিকারটেক থেকে শাওন মিয়াকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পলাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করে হয়েছে।