শিরোনাম
সিলেট, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো এমএসসি ইন ডেটা সায়েন্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
ভর্তি পরীক্ষায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের বাছাই প্রক্রিয়ায় লিখিত, মৌখিক ও সিজিপিএ’র ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এই প্রোগ্রামে মোট ৪০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।