বাসস
  ৩০ আগস্ট ২০২৫, ১৯:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ক্যারিয়ার ইনসাইটস সেমিনার অনুষ্ঠিত

শনিবার ঢাবিতে ‘আইবি ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের উদ্যোগে ‘আইবি ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। 

বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও ড. এ. কে. এম সারোয়ার জাহান জামিল ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সামিউল মাজহার সামা ও আহসানুল হক জয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যেমন চ্যালেঞ্জ আছে, তেমন সুযোগও রয়েছে। তাই যুগের চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। 

বাস্তব জীবনের সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তার অনুশীলন করতে হবে। কর্মক্ষেত্রে সততার চর্চা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কে নিয়মিত পড়াশোনা করে জ্ঞানের পরিধি বাড়াতে হবে।