শিরোনাম
চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ড), ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়।
আজ শনিবার ভোরে জঙ্গল সলিমপুর পাহাড়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন, বাঁশখালী থানার চনুয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. রুমন (২৫), সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর গ্রামের মো. মোর্শেদের ছেলে মো. আশিক (৩৫) এবং নোয়াখালী হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।
অভিযানকালে অস্ত্র কারখানা থেকে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ২০টি রামদা, ওয়াকিটকি চার্জারসহ ২টি, মেগাফোন ১টি, প্যারাস্টু ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্য নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর পাহাড়ে শনিবার ভোরে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।
তিনি বলেন, দেশীয় অস্ত্র তৈরি, উদ্ধার ও গ্রেপ্তার বিষয়ে যথাযথ আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।