শিরোনাম
খাগড়াছড়ি, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে আজ শনিবার সকাল থেকে উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সেবা দেওয়া হয়।
পানছড়ি আর্মি ক্যাম্পের আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এর আগে সকালে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ইউনিট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাকিবুল ইসলাম মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়িতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।