শিরোনাম
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আগামী ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে এ তথ্য দেয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪টি গুরুত্বপূর্ণ কাজের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেছে ইসি। রোডম্যাপে আইনশৃঙ্খলা কার্যক্রম বিষয়ে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সাথে সিনিয়র সচিব/সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, মহাপুলিশ পরিদর্শক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এর কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠান এবং ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক প্রস্তাবনা ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক প্রথম সভা অনুষ্ঠিত হবে।
তফসির ঘোষণার ১৫ দিন পূর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয় সভা করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচনে কোথায় কেমন সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতয়েন করা হবে তার পরিকল্পনা, সমন্বয় ও নিক নির্দেশনা বিষয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনের দুই সপ্তাহ আগে নির্বাচন কমিশন সচিবালয়ে মহাপুলিশ পরিদর্শক, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, সচিব জননিরাপত্তা বিভাগ, সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/র্যাব/বাংলাদেশ কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বিভাগীয় কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, পরিচালক আনসার ও ভিডিপি এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য সভা হবে।
নির্বাচনের এক সপ্তাহ আগে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সাথে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নির্বাচনি দায়িত্বপালন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ হবে।
আর নির্বাচনের এক সপ্তাহ আগে নির্বাচন কমিশন সচিবালয়ের একজন সিনিয়র কর্মকর্তার নেতৃত্বে উপসচিব (নিকস), পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি (উপসচিব/পুলিশ সুপার/ পরিচালক/উপপরিচালক পদমর্যাদার), সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর (মেজর/ক্যাপ্টেন পদমর্যাদার) সদস্য এবং ডাক অধিদপ্তর, সিভিল এভিয়েশন, ন্যাশনাল টাস্কফোর্স, সাইবার সিকিউরিটি টাস্কফোর্স, সাইবার রেসপন্স টিম, এনটিএমসি ও অপরাপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশন কর্তৃক আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন।
নির্বাচনের পূর্বের দিন ভোটকেন্দ্রের নির্বাচনি মালামাল বিতরণের পূর্বে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং।