বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ১৯:১৬

সাতক্ষীরায় ফার্মেসি মালিককে জরিমানা

ছবি: বাসস

সাতক্ষীরা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরায় ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ মজুদ রাখার দায়ে এক ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সদর উপজেলার বাদামতলা বাজারে আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম।

তিনি জানান, সদর উপজেলার বাদামতলা বাজারের কিছু অসাধু ব্যবসায়ী ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও মজুদের দায়ে মেসার্স মাহমুদপুর ফার্মেসির মালিক আলি হাফিজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে সে লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, জেলা ড্রাগ পরিদর্শক বাশারাফ হোসেনসহ ২০ জন বিজিবি সদস্য ও ৫ জন পুলিশ সদস্য।