শিরোনাম

যশোর, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস):যশোর-৩ আসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটারদের কাছে সহজে ভোটার তথ্যসম্বলিত ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, www.vote4anindaislamamit.com ওয়েবসাইটে গিয়ে অথবা Smart Voter Info BD নামের অ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করে নাম, জন্মতারিখ ও এলাকার নাম লিখে সার্চ দিলেই সহজে ভোটার স্লিপ পেয়ে যাবেন। এই স্লিপে ভোটারের নাম, পিতার নামসহ ঠিকানা এবং ভোটকেন্দ্রের নাম ও অবস্থান জানা যাবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর-৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শান্তনু ইসলাম সুমিত, জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।