শিরোনাম

কুড়িগ্রাম, ৩১ জানুয়ারি ২০২৬ (বাসস) : প্রেস ইসস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর উদ্যোগে আজ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাংবাদিকদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শনিবার কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এ সময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর রিসোর্স পারসন জিয়াউর রহমান এবং প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের প্রথম দিনে পিআইবি’র রিসোর্স পারসন জিয়াউর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ও নির্বাচনকালীন দায়িত্ব পালন, আচরণবিধি, তথ্য সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। নির্বাচনকালীন সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও সত্যতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করছেন।