শিরোনাম
ঢাকা, ২৭ আগস্ট, (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট তৃণমূলের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চট্টগ্রামের সন্দ্বীপের বিভিন্ন হাটে বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এ কার্যক্রমের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোক্তাদের মাওলা, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন কমিশনার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারবিনা আক্তার, হারামিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আফছার আফগানী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন, জাকেরুল মাওলা, মগধারা ইউনিয়ন বিএনপি’র সদস্য আলাউদ্দিন সওদাগর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মাইনউদ্দিন সিকদার, হারামিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবর উদ্দিন, সদস্য সচিব শামীম আফগানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওসমান, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তসলিম উদ্দিন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াজেদ অনিক ও ইকবাল হোসেন পপেল, মগধারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন রসুল, মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হারামিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আফগানী, এম আর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুমন, সাউথ সন্দ্বীপ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।