শিরোনাম
ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাদাপাথর লুটের ব্যাপারে ৫০ জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত শুরু করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান বিষয়টি জানান।
অর্থনৈতিকভাবে লাভের উদ্দেশ্যে সাদা পাথর লুটপাটের সঙ্গে জড়িত সকল ব্যক্তি এবং সংগঠিত অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।