শিরোনাম
চাঁদপুর, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।
আজ মঙ্গলবার (এ অভিযান পরিচালনা করে সদর ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ।
জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হয়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও এ অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানের খবর পেয়ে আগ থেকেই ব্যবসায়ীরা মালামাল ও দোকান সরিয়ে নেন। উচ্ছেদ অভিযানে কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জানান, মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে এবং খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ছিল। এসব উচ্ছেদে তাদের আগে থেকে নোটিশ দেয়া হয়েছে। উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো উচ্ছেদ করা হবে।
চাঁদপুরের জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।