শিরোনাম
মেহেরপুর, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): বাংলাদেশ টেলিভিশনে ফের সম্প্রচার করা হবে শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি'। এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে মেহেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, সুর সাধনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।
নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে বলে। আবেদন গত ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। (ক). গ্রুপে ৬-১১ বছর এবং (খ). গ্রুপে ১১-১৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাথী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক উপস্থিত ছিলেন।