বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৯:৫০

সুনামগঞ্জে ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জ, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মালিকবিহীন ১২টি ভারতীয় গরু জব্দ করেছে।

আজ মঙ্গলবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাঁশতলা বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনী নামক স্থান হতে আজ ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার মূল্য এগারো লাখ ২০ হাজার টাকা। 

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।