বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৯:৪০

বগুড়ায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন 

বগুড়ায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন। ছবি : বাসস

বগুড়া, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জেলার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা ব্লকের কৈডালা মাঠে এ শস্য কর্তন উদ্বোধন করেন, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) এখলাস হোসেন সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা ও কৃষক মোশারফ হোসেন প্রমুখ। 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, এবারো নন্দীগ্রাম উপজেলায় সন্তোষজনক আউশ ধানের চাষাবাদ ও উৎপাদন হয়েছে। এতে কৃষকরা উপকৃত হবে। আউশ ধান কাটা-মাড়াই শেষ হলে কৃষকরা জমিতে আমন ধান/রবিশস্যের চাষাবাদ করার প্রস্তুতি নেবে। এজন্য আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।