বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৯:২৩

মাদারীপুরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ। ছবি : বাসস

মাদারীপুর, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): মাদারীপুরের ডাসারে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। 

উপজেলা সমাজসেবার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার উপজেলা কার্যালয় এই ঋণ বিতরণ করা হয়।

ডাসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জানা গেছে, ডাসার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১২ লাখ ৭৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।