শিরোনাম
রাঙ্গামাটি, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে ২৭ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের পরিমাণ ২৯০ ঘনফুট। এর বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ৩৫ হাজার টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠ লোডিং পয়েন্টে কাঠ ফেলে পালিয়ে যায়। এ সময় এগুলো জব্দ করা হয়। মারিশ্যা জোন অবৈধ পাচার বন্ধে এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।