বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৬:৩২

নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ 

কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ । ছবি : বাসস

নড়াইল, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ সহ স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ চত্বরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজিত কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. গোলাম রছুল এবং গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ।

সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজল কুমার চন্দ্রের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

বিআরডিবি জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২য় পর্যায়ের (ইরেসপো) আওতায় ‘করলে সঞ্চয় ২শ’ টাকা, সরকার দেবে ৪শ’ টাকা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কিশোরীদের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করাসহ নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা বন্ধের ব্যাপারে সচেতন করা এ প্রকল্পের মূল লক্ষ্য। একজন কিশোরী শিক্ষার্থী মাসিক ২শ’ টাকা হারে বছরে দুইহাজার ৪শ’ টাকা জমা করলে জমাকৃত টাকা ও সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে তাকে আরও ৪হাজার ৮শ’ টাকা প্রদান করা হয়। সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের একশ’ নারী শিক্ষার্থী এ প্রকল্পের আওতায় রয়েছে। বর্তমানে জেলার তিনটি উপজেলার মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা এ প্রকল্পের সুবিধা পেয়ে থাকে।

অনুষ্ঠান শেষে কিশোরী শিক্ষার্থীদের মধ্যে জমাকৃত টাকাসহ প্রণোদনার চেক, স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।