বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৬:২৮

রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ 

রাঙ্গামাটি, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ শীর্ষক প্রতিপাদ্যে ‘মৎস্য সপ্তাহ- ২০২৫’ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার হাজাছড়ায় বিজিবি’র ব্যবস্থাপনায় মাছের পোনা অবমুক্ত করেন বিজিবি’র বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক।

বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সহকারী পরিচালক মো. কামাল হোসেন শেখ সহ বিজিবি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।  

এ সময় বাঘাইছড়ির হাজাছড়ায় রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের প্রায় দুইহাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।