বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ০০:২৬

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এয়ার টিকিটের মূল্য নির্ধারণ সাধারণত চাহিদা ও সময়ের ওপর নির্ভর করে। কিছু অসাধু ব্যবসায়ী উদ্দেশ্যমূলকভাবে টিকিট সংকট সৃষ্টি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছিল। তিনি বলেন, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও যাত্রীদের সাথে প্রতারণা রোধে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও যাত্রীদের প্রতারণা রোধে গৃহীত কার্যক্রম অবহিতকরণ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন। 

এ সময় বেসামরিক বিমন পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান উপস্থিত সাংবাদিকদের মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। 

উপদেষ্টা টিকিটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ নিশ্চিতকরণপূর্বক লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমেই এয়ার টিকিট ক্রয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারের উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সংবেদনশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানান। 

সচিব তাঁর বক্তব্যে বলেন, টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে স্বল্পমেয়াদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন বিধিমালা সংশোধনসহ মনিটরিং এবং সুশাসন নিশ্চিতে সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে এ বিষয়ে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। 

ব্রিফিংয়ে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে মন্ত্রণালয়ের চারটি নির্দেশনা জারি, টাস্কফোর্স গঠন, লাইসেন্সবিহীন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান, নন-রিফান্ডেবল টিকিটের ট্যাক্স ফেরত প্রদান, আইন ও বিধিমালা সংশোধন এবং ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (OTAMS) তৈরির কথা জানানো হয়।