বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ২৩:৪৬

পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বিভিন্ন স্থানে বদলি করেছে সরকার। 

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসবি’র (চলতি দায়িত্বে), মো. গোলাম রসুলকে এসবি’র অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে), এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

সিএমপি’র ডিআইজি (পুলিশ কমিশনার) হাসিব আজিজকে সিএমপিতে অতিরিক্ত আইজি (পুলিশ কমিশনার) হিসেবে বদলি করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) গাজী জসিম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে। 

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

এসএমপির ডিআইজি (পুলিশ কমিশনার) মো. রেজাউল করিমকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

পিবিআই, ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে), মো. মোস্তফা কামালকে পিবিআই, ঢাকার অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ উদ্দিন আহমদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ, পিপিএম-সেবাকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে এপিবিএনের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

এসবির ডিআইজি জি এম আজিজুর রহমানকে এসবির ডিআইজি (সুপারনিউমারারি অতি: আইজি) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতি: আইজি) হিসেবে বদলি করা হয়েছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি (সুপারনিউমারারি অতি: আইজি)  হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতি: আইজি) হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতি: আইজি) হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে  উল্লেখ করা হয়েছে।