বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ১৯:৪৭

বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধি দল

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যকার মহাপরিচালক পর্যায়ে ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছেন। 

বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আজ সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তাদের অভ্যর্থনা জানান। 

বৈঠকে অংশ নিতে ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণও রয়েছেন। 

উল্লেখ্য, আগামীকাল সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে  বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী ৫৬তম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যা চলবে আগামী  ২৮ আগস্ট পর্যন্ত।