বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ১৪:৪৫

মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 

মানিকগঞ্জ, ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : মানিকগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় দুইটি প্রাইভেট কারও জব্দ করা হয়। 

পৌরসভার সিদ্দিক নগর এলাকা থেকে সোমবার ভোরে মানিকগঞ্জ পৌরসভার সিদ্দিক নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার লবনছড়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে হাসান শেখ (২৮) এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খায়েরখালী গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে নাসির উদ্দিন (৩০)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃতরা জেলায় সংঘটিত কিছু ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তারা ঢাকা জেলার কেরানীগঞ্জে ভাড়া বাড়িতে থাকতেন। 

ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়েছে।