বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৮:২৬

গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

রোববার গাজীপুরের বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: পিআইডি

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা-বাইপাস) ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার বাইপাস সড়কের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, সড়কে চলমান অব্যবস্থাপনা দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক, ট্রেইলারসহ পণ্যবাহী যানবাহন ঢাকা শহরে প্রবেশ না করেই স্বল্প সময়ে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যাতায়াত করতে পারবে।

ফলে রাজধানীর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং একটি নির্ভরযোগ্য বিকল্প রুট তৈরি হবে। এছাড়া, যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ঢাকা-বাইপাস ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, এটি সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ (এসআরবিজি), শামীম এন্টারপ্রাইজ লিমিটেড (এসইএল) ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড-এর যৌথ উদ্যোগে গঠিত।

২০১৮ সালের ৬ ডিসেম্বর এ পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। ২৫ বছরের এই চুক্তি কার্যকর থাকবে ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত। প্রকল্পের নির্মাণকাজ ২০২৬ সালের জুনে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও অন্যরা উপস্থিত ছিলেন।