বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ২১:৩৩

নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নে চীন সরকারের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। ছবি : বাসস

নীলফামারী, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : চীন সরকারের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার বিকেলে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর সরকারি জায়গা পরিদর্শন করেন তিনি।

এরপর তিনি নীলফামারী মেডিক্যাল কলেজের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পরিদর্শন শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে একটি কৃঞ্চচূড়া গাছের চারা রোপন করেন।

এসময় তিনি বলেন, ‘চীনের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য তিনটি জায়গার কথা আমাদেরকে বলা হয়েছে। জায়গা তিনটি আমি দেখে গেলাম। ফিরে যাওয়ার পর আমাদের সিদ্ধান্ত হবে। আমরা আমাদের মতামত দেব, আরো নতুন করে চীনারা আসবেন। কারণ, এটাতো ফেণ্ডশীপ হাসপাতাল, তারা ফিজিবিলিটি স্ট্যাডি করার জন্য আসবেন, তার পরে সিদ্ধান্ত হবে।’

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর জিম্মা হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ. এইচ. এম. সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪ দশমিক ৮৯ একর জমিতে চীন সরকারের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।’