শিরোনাম
চাঁদপুর, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক কারিগরি ও মাদ্রাসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা সদরে অবস্থিত চাঁদপুর শহরের গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এ ওরিয়েনেটশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের কুমিল্লা অঞ্চলের কমিশনার এডভোকেট ফাহমিদা বেগমের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, চাঁদপুরের কমিশনার মোরশেদা ইয়াসমিন।
আলোচনা শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।