শিরোনাম
ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল বৃহস্পতিবার ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এবং উত্তরখানের ধোবাদিয়ায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। চলমান অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণ অভিযান আরো জোরদার করেছে কোম্পানিটি।
অভিযানে সাতটি স্পটে অবৈধ গ্যাস পাইপলাইন চিহ্নিত করে তা অপসারণ করা হয়। এর মধ্যে নন্দীপাড়ায় প্রায় ১০ ফুট ২ ইঞ্চি এবং ৪০ ফুট ৩ থেকে ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনসহ প্রায় ৫০০ মিটার পুনঃস্থাপিত অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। এছাড়া উত্তরখানের ধোবাদিয়ায় প্রায় ১৭৮ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।
অবৈধ সংযোগগুলোর মাধ্যমে ৯৭টি আবাসিক স্থাপনা এবং ২৮০টি ডাবল বার্নার গ্যাস ব্যবহার করছিল। এছাড়া দুটি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে একটি বয়লার ও সাতটি ড্রায়ারে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল। দুটি অভিযানে সর্বমোট ১০ হাজার ৩২২ ঘনফুট প্রতি ঘণ্টা অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুটি অভিযানে ছয়টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি, অবৈধ গ্যাস ব্যবহারের জন্য জড়িতদের কাছ থেকে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এবং সিমন সরকার উত্তরখানের ধোবাদিয়ায় অভিযানে নেতৃত্ব দেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাস চুরি বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।