শিরোনাম
খুলনা, ২২ আগস্ট ২০২৫ (বাসস): খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১৬তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রথম ক্যাম্পাস প্রদর্শনী।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই প্রদর্শনী হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংগঠন ৩৫ এমএম দ্য কে ইউ মুভি ক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে সহযোগিতা করেছে রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বেসি, ঢাকা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ।
প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের বাছাইকৃত ২৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়। শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে চলচ্চিত্রগুলো উপভোগ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. হাসান মাহমুদ। তিনি বলেন, চলচ্চিত্র মানুষের চিন্তা, চেতনা ও মূল্যবোধ গঠনে অসাধারণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম যখন এই মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে, তখন তা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসে। এই ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেয়, যা ভবিষ্যতে তাদের বড় সাফল্যের পথে এগিয়ে নেবে।
আয়োজকরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে এই প্রদর্শনী একটি অনন্য সূচনা। তারা আশা করেন, এটি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা, চিন্তা ও স্বপ্নকে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।