শিরোনাম
খুলনা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসী সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দীন, সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মো. জামাল মোড়ল, মো. সিরাজ উদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক এস. এম. মাহাবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্টো, নির্বাহী সম্পাদক মো. জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মো. হেলালু জামান, মো. তৈয়বুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. খায়রুল আলম প্রমুখ।
এসময় সংগঠনের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কুয়েটের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।