বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১২:৩২

চুয়াডাঙ্গায় বিনামূল্যে চাল পাচ্ছেন অসহায় নারীরা

চুয়াডাঙ্গায় অসহায় নারীদের প্রতিমাসে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচি বৃহস্পতিবার শুরু হয়েছে। ছবি : বাসস

।। বিপুল আশরাফ ।।

চুয়াডাঙ্গা, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : চুয়াডাঙ্গায় অসহায় নারীদের প্রতিমাসে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। 

ভালনারেবল উইমেন বেনিভিট কার্ড (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় জেলার ৪০ ইউনিয়নে ৬ হাজার ৬২৪ জন নারী প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন।

আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে চাল বিতরণ শুরু হয়েছে। আগামী রোববার গড়াইটুপি ও সোমবার বেগমপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হবে। 

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জেলা মহিলা বিষয়ক কার্যালয় এ চাল বিতরণ শুরু করেছে। জেলার ৪ উপজেলায় প্রতিমাসে বরাদ্দকৃত চালের পরিমাণ ১৯৮ দশমিক ৭২ টন। বিতরণকৃত চালের বাজার মূল্য ১ কোটি ১১ লাখ ২৬ হাজার টাকা।

ভিডব্লিউবি কার্ডধারীদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩৫৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৫০০ জন, দামুড়হুদা উপজেলায় ২ হাজার ৫১১ জন এবং জীববননগর উপজেলায় ১ হাজার ২৫৬ জন কার্ড পাবেন। এর মধ্যে অনেক ইউনিয়নে কার্ড বিতরণ শেষ হয়েছে।

২০২৫ সালের জুলাই মাস থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত। ২৪ মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা এবং স্কুল পড়ুয়া নারীরা এ চাল পাবেন। 

এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা পড়ে প্রায় ১০ হাজার নারীর। এরপর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি অনুমোদনের পর বাছাই চূড়ান্ত করা হয়। এর মধ্যে থেকে বাছাই করে ৬ হাজার ৬২৪ নারীকে কার্ড সরবরাহ করা হচ্ছে। এজন্য বাছাইকৃত নারীদের ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়েছে। দুই বছর পর ওই টাকা লাভসহ উপকারভোগী নারী ফেরত পাবেন।

সদর উপজেলায় আলুকদিয়া ইউপিতে ১৭৮টি কার্ড, মোমিনপুর ইউপিতে ৯৫ কার্ড, কুতুবপুর ইউপিতে ১৯২ কার্ড, শংকরচন্দ্র ইউপিতে ১৪০ কার্ড, বেগমপুর ইউপিতে ১৩২ কার্ড, তিতুদহ ইউপিতে ১২০ কার্ড, পদ্ববিলা ইউপিতে ১২০ কার্ড, গড়াইটুপি ইউপিতে ১২২ কার্ড, মাথালডাঙ্গা ইউপিতে ১৪৫ কার্ড ও নেহালপুর ইউপিতে ১২৩ টি কার্ড বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত জানান,  বাছাইকৃত নারীদের মধ্যে ভিডব্লিউবি কার্ড সরবরাহের কাজ চলছে। সদরে শংকরচন্দ্র, মাখালডাঙ্গা ও কুতুরপুর ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলাতে চাল বিতরণ করা হবে।