শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ সামনে রেখে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এরই অংশ হিসেবে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে সীমানা প্রাচীর বিহীন ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী বা কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদী বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পেয়েছি। মাদারীপুর জেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসকের পত্রের প্রেক্ষিতে অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী বা কাঁটা তারের বেড়া নির্মাণে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করে দিয়েছি। আশা করছি-খুব দ্রুতই অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী বা কাঁটা তারের বেড়া স্থাপন করা সম্ভব হবে।
মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এবার মোট ৩৮১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কোনো সীমানা প্রাচীর নেই। জেলা কোর কমিটির সভায় এই কেন্দ্রগুলোকে নিরাপত্তা বিবেচনায় ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে এসব কেন্দ্রে অস্থায়ী বেষ্টনী নির্মাণ করা অপরিহার্য হয়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলীর প্রস্তুতকৃত প্রাক্কলন অনুযায়ী, প্রতি মিটার অস্থায়ী বেষ্টনী নির্মাণে ব্যয় হবে ৩ হাজার ৪৯০ টাকা। প্রতিটি কেন্দ্রে গড়ে ২০০ মিটার বেষ্টনী নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষা সচিবের কাছে পাঠানো এক চিঠিতে জেলা প্রশাসন আরও জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর বেষ্টনী বা কাঁটা তারের বেড়া নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিক প্রাক্কলন করে প্রস্তাব দিয়েছেন। তবে, এসব বেষ্টনী বা কাঁটা তারের বেড়া নির্মাণ ব্যয় স্থানীয়ভাবে নির্বাহ করা সম্ভব নয়।
উপজেলাভিত্তিক ব্যয়ের বিবরণ তুলে ধরে জেলা প্রশাসন আরও জানিয়েছে, মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় সর্বোচ্চ ১৩টি করে মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটকেন্দ্রে বেষ্টনী বা কাঁটা তার নির্মাণ করা হবে। প্রতি উপজেলার জন্য ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ ৭৪ হাজার টাকা।
অন্যদিকে, শিবচরের ৪টি কেন্দ্রের জন্য ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯২ হাজার টাকা। রাজৈর ও ডাসার উপজেলার মোট ১০টি কেন্দ্রের জন্য ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৪১ লাখ ৮৮ হাজার টাকা এবং ২৭ লাখ ৯২ হাজার টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, মাদারীপুর জেলা প্রশাসকের প্রস্তাবের আলোকে এই ৪০টি ভোটকেন্দ্রে অস্থায়ী বেষ্টনী নির্মাণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে শিক্ষা প্রকৌশল এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান বাসসকে বলেন, ‘দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো মেরামতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমরা ৯ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ব্যবস্থা নিয়েছি। মাদারীপুর জেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বেষ্টনী বা কাঁটা তারের বেড়া নির্মাণের বিষয়টিও আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
‘বাউন্ডারি ওয়াল না থাকায় কেন্দ্রগুলো নির্বাচনের সময় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে’ উল্লেখ করে মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম তার লিখিত পত্রে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে এই বিশাল ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নের জন্য আবেদন করা হয়েছিল।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর অস্থায়ী বেষ্টনী বা কাঁটা তারের বেড়া নির্মাণ কাজটি পূর্বের মতোই উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, ‘গণভোট ২০২৬’ ও ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন’কে সামনে রেখে দেশব্যাপী ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে মাদারীপুর জেলায় এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)।