বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১২:৩৭

রোয়াংছড়িতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত, শিশুসহ আহত ৫

বান্দরবান, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নে চাঁদের গাড়ি দুর্ঘটনায় হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত  ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মেরাইপাড়া সংলগ্ন পাহাড়ি ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হ্লায়ইনু মারমা উপজেলার হেডম্যান পাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বান্দরবান থেকে যাত্রী নিয়ে চাঁদের গাড়িটি বেতছরা এলাকায় ফিরছিল। পথে মেরাই উপরপাড়া এলাকায় পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং শিশুসহ ৫ জন গুরুতর আহত হন।

২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, ‘দুর্ঘটনায় চাঁদের গাড়িটি (বি-৭০) দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।’

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র মুকুল বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’