শিরোনাম
নাটোর, ২১ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক আলোচনা সভা জেলায় অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রহমান গণ পাঠাগার আয়োজিত এ সভা গতকাল বুধবার রাতে পাঠাগার ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা। আব্দুর রহমান গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপাধ্যক্ষ মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার কমিশনার ড. মো. আল আমিন ইসলাম এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করবে। বৈষম্য দূর করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। সবাইকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ উপলক্ষে সভাস্থলে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।