শিরোনাম
দিনাজপুর, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবিতে) দুইদিনব্যাপী "তারুণ্যের উৎসব" পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় দিনাজপুর হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সমাজ ও পরিবেশবিষয়ক সংগঠন সোসাইটি অব এনভায়রনমেন্ট এবং এজেএ বাংলাদেশ লিমিটেড এজেএ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি ১৮ ও ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন অনুষদের মোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এগ্রোফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সোসাইটি অব এনভায়রনমেন্ট এর সভাপতি প্রফেসর ড. শোয়াইবুর রহমান এ কর্মশালায় সভাপতিত্ব করেন।
আজ বিকালে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, এজেএ বাংলাদেশ লিমিটেড এর লিড অডিটর এন্ড ট্রেইনার আবু ফাত্তাহ মো. ঈসা ও হেড অব অপারেশন এন্ড লিড অডিটর সামসুল আলম।
প্রথম দিনের কর্মশালায় বক্তব্য দেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর প্রমুখ। ওই দিন উপস্থিত ছিলেন, ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের প্রফেসর ড. আবু খায়ের মোহাম্মদ মুক্তাদিরুল বারী চৌধুরী।
কর্মশালার সমাপনীতে উপাচার্য প্রফেসর ড. এম. এনামুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে তথ্য প্রযুক্তি ব্যবহার কাজে লাগাতে হবে। "তারুণ্যের উৎসব" দেশের পরিবেশ ভারসাম্য রক্ষায় কাজে লাগাতে পারলে, দেশের উন্নয়নে সহায়ক হবে। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান।
সমাপনী পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এজেএ বাংলাদেশ লিমিটেডের প্রধান এবং সোসাইটি অব এনভায়রনমেন্ট সভাপতির পক্ষ থেকে শেষে উপাচার্য অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, সোসাইটি অব এনভায়রনমেন্ট-এর সাধারণ সম্পাদক শিক্ষার্থী মো.সাফিয়াল মুনতাসির সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক কৃষি অনুষদের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন এবং কার্যনির্বাহী সদস্য শিক্ষার্থী ইসমাত জাহান কনিকা।