বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৮:১২

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব আবু ইউসুফের যোগদান 

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে ড. মোহাম্মদ আবু ইউসুফ আজ যোগদান করেছেন। 

ড. মোহাম্মদ আবু ইউসুফ বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি প্রশাসন ক্যাডার পুলে এবং দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, অধিশাখা ও অনুবিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করার পর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।