শিরোনাম
মাদারীপুর, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মাদারীপুর জেলার একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী চলে এ কর্মসূচি। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লেকের চারপাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিনসহ বিভিন্ন প্রকার আবর্জনা পরিস্কার করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে লেকের চারপাশে ৪০০ ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। এছাড়াও সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন দর্জী প্রমুখ।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, মাদারীপুরের শকুনি লেক প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে মুখরিত থাকে। অথচ দর্শনার্থীদের ফেলে রাখা ময়লা-আবর্জনায় লেকের পরিবেশ নষ্ট হচ্ছে।
তাই লেক সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এ ধরনের কার্যক্রম চলবে।