বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৫:৩৫

রাজশাহীতে শান্তি স্থাপনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সভা

মঙ্গলবার রাজশাহী নিউ মার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে ‘শান্তি ও সম্প্রীতি স্থাপনে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রাজশাহী, ১৯ আগস্ট ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে ‘শান্তি ও সম্প্রীতি স্থাপনে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বেলা সাড়ে ১১টায় নগরীর নিউ মার্কেট এলাকার একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার, উপপ্রকল্প পরিচালক ড. নাজমুন নাহার নূর লুবনা এবং আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান।

সভাপতির বক্তব্যে শেখ মকবুল হোসেন বলেন, গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক সহনশীলতা অত্যন্ত জরুরি। অনেক সময় ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় সংঘাতের সৃষ্টি হয়। গণমাধ্যম যদি তথ্যের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, তবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ চাই, যেখানে সব মতের মানুষ নিরাপদে বসবাস করবে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার বলেন, আমরা একটি ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। কিন্তু সামাজিক অস্থিতিশীলতা ও সহিংসতা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বড় বাধা। দি হাঙ্গার প্রজেক্ট কেবল খাদ্য বা ত্রাণ সহায়তা করে না, আমরা মানুষের বুদ্ধি বিকাশে বিশ্বাসী। 

সভার শুরুতে এই প্রকল্পের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এরিয়া সমন্বয়কারী এসএম শফিকুল রহমান। বিশেষ অতিথির বক্তব্যে উপপ্রকল্প পরিচালক ড. নাজমুন নাহার নূর লুবনা বলেন, এই প্রকল্পের আওতায় আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’, ‘ইয়ুথ এগেইনস্ট ভায়োলেন্স’ এবং ‘উইমেন এগেইনস্ট ভায়োলেন্স’ নামক দল গঠন করেছি। এই দলগুলো তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা, সংলাপ আয়োজন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে মাঠ পর্যায়ে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার করেন।