শিরোনাম

রংপুর, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ‘সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ (আরএসএসপি) তাদের ১ হাজার ২৪৯তম বিশেষ সাহিত্য বৈঠকের আয়োজন করে।
শুক্রবার রাতে রংপুর টাউন হল চত্বরে আরএসএসপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ড. নাসিমা আকতার।
বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। তিনি মহাকবি মধুসূদন দত্তের বর্ণাঢ্য জীবন, গভীর স্বদেশপ্রেম ও কালজয়ী সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া, মধুসূদনের সাহিত্য ও পঠিত লেখাগুলোর ওপর আলোচনা করেন পরিষদের উপদেষ্টা ও লেখক অধ্যাপক আতাহার আলী খান।
এছাড়া, অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু ইরানে তার প্রবাস জীবনের স্মৃতিচারণ করেন এবং সেখানকার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।
মহাকবির কবিতা আবৃত্তিতে অংশ নেন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুম হাসান ও নাট্য সম্পাদক নিরেশ মুখার্জি। এছাড়া, রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা কবিতা আবৃত্তি করেন কবি হাসনাইন রাব্বি ও সরকার বাবলু।
এছাড়া, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন কবি তাজুল ইসলাম, মাহমুদা চৌধুরী, আফজাল হোসেন, আজিজুল হক মোল্লা, সুফি জাহিদ হোসেন ও মামুন উর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কবি মমতাজুর রহমান বাবু ও জি এস বাপ্পন উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএসএসপি’র সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।