বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ২৩:৫৪

গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের ১২তম সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে।

সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর (এসআই) পদে ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ করেছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের ১২তম সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -তে ৪৪৬৯ জন সৈনিক এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিতে ৫৫৫১ জন সিপাহী নিয়োগ করেছে।  

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে পুলিশ, বিজিবি এবং আনসারে নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। 

অন্তর্বর্তী সরকার তিন বাহিনীতে নতুন নিয়োগ ছাড়াও কারাগারে ১৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন সদস্য নিয়োগ দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনতার সহিংসতা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত থাকার জন্য পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রাক্তন প্রধান হারুন অর রশিদসহ ১৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া।