শিরোনাম
টাঙ্গাইল, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): জেলার মধুপুর উপজেলায় আজ প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে।
এছাড়া বেকারি পণ্য প্রস্তুতে অনিয়ম ও ভেজাল মসলা তৈরির দায়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেলে মধুপুর উপজেলা প্রশাসনের পৃথক অভিযানকালে এসব ব্যবস্থা গ্রহন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার হাওদা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাওদা বিলের ব্রীজ সংলগ্ন অংশ থেকে ২০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে, রুটি-বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয় মূল্য মুদ্রিত না থাকা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে একটি বেকারি এবং মশলার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় মানিক বেকারিকে দশহাজার টাকা এবং মশলা মিলকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।