বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ১৯:৪৯

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা। ছবি : বাসস

মাগুরা, ১৮ আগস্ট ২০২৫(বাসস): ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা সহ নানা কর্মসূচী পালিত হয়েছে।  

আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম। 

এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আলোচনাসভায় বক্তারা দেশি মাছের পুষ্টিগুণ ও গুরুত্ব তুলে ধরে জেলার বিভিন্ন নদ-নদীতে অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজনকে পুরস্কৃত করা হয়। 

পরে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।