শিরোনাম
রংপুর, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন আয়োজনে দলীয় বা ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার রংপুরের সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ এই আহ্বান জানিয়ে বলেন, ‘ঐকমত্য কমিশনে আমরা সবাই একটি ভালো নির্বাচনের কথা বলছি। একটি গণঅভ্যুত্থান হয়েছে। এতে ১ হাজার ৪০০ মানুষ তাদের জীবন দিয়েছেন। অতএব, আমাদের সকলকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের উর্ধ্বে যেয়ে রাষ্ট্রের জন্য ভালো একটি নির্বাচন আয়োজন করতে হবে।’
এই অঞ্চলে দীর্ঘস্থায়ী বৈষম্যের কথা তুলে ধরে তিনি বলেন, রংপুরের মানুষ দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার। যারা বিষয়টি জানেন ও স্বীকার করেন, তারা এটি নিয়ে প্রায়ই কথা বলেন। কিন্তু কোন পদক্ষেপ নেন না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রংপুর জেলা সদস্য-সম্পাদক মো. এনামুল হক, মহানগর আহ্বায়ক গোলজার হোসেন ও সদস্য-সম্পাদক মাহবুবর রহমান।