শিরোনাম
নওগাঁ, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি। ১৯৭১ সালের পর গণঅভ্যুত্থান একটি বড় ঘটনা।
আজ শনিবার সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বিজয় মিউজিক ফেস্টিভ্যাল ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মিউজিক ফোরাম ও উদ্যোগ মানবিক ফাউন্ডেশন নওগাঁ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুব মোর্শেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তৃতীয়বার নির্বাচন করে ক্ষমতায় এসেছিল তখন সবাই ধরে নিয়েছিল এরা অপরাজেয় হয়ে গেছে। কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন শুধু একটা ভালো নির্বাচন নয়, শুধু একটা সরকার নয়, আমরা একটা ভালো বাংলাদেশ চাই।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম স্বৈরাচার সরকারের সাড়ে ১৫ বছরের শাসন থেকে মুক্ত হতে পারবো না। ২০২৪ সালে আমরা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র-জনতা তাদের রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে সেই পরিচয়কে উদযাপন করার জন্য তারুণ্যের উদ্যোগে এই মিউজিক ফ্যাস্টিভ্যাল এবং বিজয় উৎসব পালিত হচ্ছে। ফলে এর গুরুত্ব অপরিসীম।
প্রধান অতিথি মাহবুব মোর্শেদ বলেন, জাতিসংঘের ভাষ্যমতে গণঅভ্যুত্থানে ১৪শ মানুষ শহীদ ও ২১ হাজার মানুষ আহত হয়েছে। আর ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে বড় অবদান রয়েছে শিক্ষার্থীদের।
মাহবুব মোর্শেদ নওগাঁ সম্পর্কে বলেন, যখন বাংলা অঞ্চলে খুব কম উচ্চ শিক্ষা কেন্দ্র ছিল তখন নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে গড়ে উঠেছিল একটি বিশ্ববিদ্যালয়। এ কারণে নওগাঁ আমার কাছে সব সময় আকর্ষণীয়।
উদ্যোগ মানবিক ফাউন্ডেশন নওগাঁ-এর চেয়ারম্যান মাসুদ হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ, শিল্প সাহিত্য, সাংবাদিকতা, ক্রীড়া, নৃত্য, চারুকলা ও সংগীতাঙ্গণের বিভিন্ন শাখায় অবদান রাখায় গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে নওগাঁর ১২টি ব্যান্ড দল ও দেশখ্যাত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।