বাসস
  ১৬ আগস্ট ২০২৫, ১৮:৫১

আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি সমতল ২৪ ঘণ্টায় বেড়েছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন কমতে পারে। যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত  থাকতে পারে।

আত্রাই নদীর আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী ২৪ ঘণ্টা ওই নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এই সময়ে আত্রাই নদীর নওগাঁ অংশে পানি বিপদসীমার উপরে অবস্থান করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরবর্তী দুদিন নদীরগুলোর পানি সমতল কমতে পারে।

ভারতের গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বেড়েছে। নদীর পানি সমতল আগামী পাঁচ দিন কমতে পারে। পদ্মা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। 

রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে, পরবর্তী চারদিন পানি সমতল স্থিতিশীল থাকবে।

ব্রহ্মপুত্র নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টা স্থিতিশীল আছে। অন্যদিকে যমুনা নদীর পানি সমতল বেড়েছে। পানি সমতল আগামী তিনদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুদিন হ্রাস পেতে পারে। যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে এবং চারদিন স্থিতিশীল থাকতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি সমতল ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে সুরমা নদীর পানি সমতল কমেছে। ধরলা আর দুধকুমারের পানি সমতল কমতে পারে। তবে তৃতীয় দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।

দেশের ১২৭টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের তথ্যমতে, ৬৮টির পানি সমতল কমেছে এবং বেড়েছে ৫৯টির, অপরিবর্তিত রয়েছে ১টি। বর্তমানে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে ১টি নদীর।