শিরোনাম
ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫, (বাসস) : জনগণের অংশগ্রহণভিত্তিক রাজনীতির প্রত্যয় নিয়ে রাজনৈতিক সংগঠন ‘আপ বাংলাদেশ’ গাজীপুর মহানগরে আত্মপ্রকাশ করেছে।
আজ শনিবার সকালে গাজীপুরে সংগঠনটি মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী আইইউটি’র প্রকৌশলী আবু সাঈদ মো. নোমান এবং সদস্য সচিব হয়েছেন আসাদুল্লাহ নুমান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন আহমদ আব্দুল্লাহ রিফাত, নুসরাত জাহান, মিজানুর রহমান, আহমদ শুয়াইব, মো. ইব্রাহিম, তানভীর মাহতাব ফারহান, মো. মেরাজুল ইসলাম মেরাজ এবং এস এম ফয়সাল।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম, মো. বুলবুল ইসলাম, মো. শরাফত আলী সরকার, মো. জুলফিকার আলী জিহাদ, আহসান রহমান, সাব্বির সরকার এবং মাহফুজুর রহমান খান। মোট ৬৩ জন সদস্যের সমন্বয়ে গঠিত এই কমিটি গাজীপুর মহানগরে এক নতুন গণতান্ত্রিক চর্চার দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনের নেতারা।
সংগঠনটির প্রধান সংগঠক নাঈম আহমাদ-এর সুপারিশক্রমে কমিটি গঠন করা হয়েছে এবং অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
নেতৃবৃন্দ জানিয়েছেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মূল্যভিত্তিক রাজনীতির মাধ্যমে ‘আপ বাংলাদেশ’ গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।