বাসস
  ১৬ আগস্ট ২০২৫, ১১:৩২

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

ছবি: বাসস

রাজশাহী, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর বহরমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রাকেশ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নগরের রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার রাজেশের পুত্র। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে নগরের বহরমপুর সিটি বাইপাস এলাকায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী আন্ত:নগর কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোয়া ৯টার দিকে রাজশাহী থেকে রহনপুরগামী আন্ত:নগর কমিউটার ট্রেনটি নগরের সিটি বাইপাস সংলগ্ন বহরমপুর এলাকা দিয়ে যাচ্ছিলো। ওই পথ দিয়ে অসর্কভাবে হেঁটে যাওয়ার সময় রাকেশ ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাকেশ পেশায় ঝাড়ুদার ছিলেন। খবর পেয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ ওসি ফয়সাল বিন আহসান ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বাসসকে বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ট্রেন যাওয়ার সময় অসতর্ক অবস্থায় রাকেশ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।