বাসস
  ১৫ আগস্ট ২০২৫, ১৭:৩৯

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এস এম তৌফিক, আজিজুর রহমান বেনা, কে এম বাবর ও জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, উপজেলা ছাত্রদল সভাপতি তাসবীর হোসেন, সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি শেখ হাফিজুর রহমান প্রমুখ।